DevOps হল একটি software development methodology যা software development থেকে “Dev” শব্দ এবং IT operations থেকে “Ops” শব্দ দুটির মিশ্রিত একটি নাম। যার অর্থ দাঁড়ায় DevOps হচ্ছে কিছু practice, tools, process গুলো এবং এমনকি কোম্পানির লোকেদের একটি সেট যা একটি দলের মধ্যে আরও বেশি সহযোগিতা এবং দ্রুত, আরও নির্ভরযোগ্য product release এর উদ্দেশ্য রাখে।

DevOps হল একটি software development methodology যা software development থেকে “Dev” শব্দ এবং IT operations থেকে “Ops” শব্দ দুটির মিশ্রিত একটি নাম। যার অর্থ দাঁড়ায় DevOps হচ্ছে কিছু practice, tools, process গুলো এবং এমনকি কোম্পানির লোকেদের একটি সেট যা একটি দলের মধ্যে আরও বেশি সহযোগিতা এবং দ্রুত, আরও নির্ভরযোগ্য product release এর উদ্দেশ্য রাখে। একটি DevOps environment এর অর্থ হল Automation এবং Documentation কে উৎসাহিত করা এবং যোগাযোগ ও সহযোগিতার promote করা।

মূলতঃ অন্যান্য প্রথাগত যেমন Agile এবং Scrum (যেগুলোতে শুধুমাত্র সফটওয়্যার ডেভেলপমেন্ট টীম জড়িত থাকে ) এর মতো পদ্ধতি গুলোর বিপরীতে DevOps এ software Development Team , Softwae Testing Team এবং IT Operation Team সহ সব পেশাদার (যেমন System Administrator, Database Administrator(DBA), এবং System Engineer) যারাই কোনো না কোনো ভাবে সফটওয়্যার তৈরিতে জড়িত তাদের সবাইকে একীকরণের উপর জোর দেয়।