Django
Django পাইথনে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য একটি high-level web framework। এটি ফ্রি এবং ওপেনসোর্স , এবং ডেভেলপারদের দ্রুত এবং সহজে জটিল, ডাটাবেস-চালিত ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। ২০০৩ সালের শুরুর দিকে Lawrence Journal-World পত্রিকার তিনজন ওয়েব ডেভেলপার অ্যাড্রিয়ান হলোভাটি, সাইমন উইলিসন, জ্যাকব কাপলান-মোস এটি ডেভেলপ করেন।
২০০৩ সালের শুরুর দিকে Lawrence Journal-World পত্রিকার তিনজন ওয়েব ডেভেলপার অ্যাড্রিয়ান হলোভাটি,সাইমন উইলিসন,জ্যাকব কাপলান-মোস পত্রিকাটির বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পাইথন ব্যবহার শুরু করে। এবং তারা খেয়াল করে দেখল যে তাদের তৈরি করা প্রতিটি নিউজ অ্যাপ্লিকেশনরই প্রায় ৯০ ভাগ কোড একই রকম, তারা আসলে প্রতিটা ওয়েব অ্যাপ্লিকেশন একই কোড বার বার লিখছে! তখন তারা সকল কমন কোডগুলো, যা সবগুলো সাইটেই দরকার হয়, সেগুলো একসাথে করে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করল, জ্যাঙ্গো!
তাদের মধ্যে অ্যাড্রিয়ান হলোভাটি ছিলেন Django Reinhardt নামক একজন গিটার বাদকের বড় অনুরাগী। গিটার বাদক Django Reinhardt এর নামেই পরবর্তীতে Django Framework টির নামকরণ করা হয়। অবশ্য অ্যাড্রিয়ান হলোভাটি নিজেও একজন গিটার বাদক ছিলেন।