PHP Functions
PHP অথবা যেকোনো প্রোগ্রামিং Language এ function হচ্ছে Program এর এমন একটা code block যা একটা নির্দিষ্ট কার্য সম্পাদনের এবং তা বার বার ব্যবহারের জন্যে ব্যবহৃত হয়। অর্থাৎ function এর মধ্যে এমন কিছু Instruction বা নির্দেশাবলী থাকে যা function ব্যবহারকারী থেকে এক বা একাধিক input নিয়ে এক বা একাধিক output বা result রিটার্ন করার জন্য ব্যবহৃত হয়। সাধারণত, program page লোড হওয়ার সাথে সাথেই ডিক্লেয়ার করা function execute হয়না, যতক্ষণ না function কে call করা না হয়। উদাহরণ হিসেবে উপরের juice machine টি হচ্ছে function আর কমলা গুলো হচ্ছে function এর input এবং function এর output বা রিটার্ন হচ্ছে কমলার শরবত।