PHP Strings & Patterns
PHP তে String বলতে বুজানো হয় একাধিক ক্যারেক্টার এর ক্রম বা বিন্যাস (Sequence of Characters)। আরো সহজভাবে বলা যায় PHP তে কোন ম্যাসেজ, তথ্য, এমনকি কখনো কখনো সংখ্যাও String এর মাধ্যমে প্রকাশ করা হয়। PHP তে String নির্দেশ করার জন্য ডাবল কোটেশন (” “) এবং সিঙ্গেল কোটেশন (‘ ‘) ব্যবহার করা হয়। যেমন “PHP string by Double quotation.” অথবা ‘PHP string by Single quotation.’ যদি কখনো String এর মধ্যেই ডাবল কোটেশন (” “) অথবা সিঙ্গেল কোটেশন (‘ ‘) ব্যবহার করার প্রয়োজন হয় “Single ‘quoted text’ is displaying in a string.” এর অনুরূপ সিঙ্গেল কোটেশন এবং ‘Double “quoted text” is displaying in a string.’ অনূরূপ ডাবল কোটেশন ব্যবহার করা যাবে।