Data Science, Machine Learning, Deep Learning and Big Data
Data মানে তথ্য বা উপাত্ত আর Science মানে বিজ্ঞান। সুতরাং Data Science শব্দ যুগলের বাংলা অর্থ হচ্ছে উপাত্ত বিজ্ঞান। সহজ ভাবে বললে যে কোনও আকারের এবং যে কোনও উৎস থেকে আসা ডেটার উপর বিজ্ঞান প্রয়োগ করে বিভিন্ন ধরনের ডেটা নিয়ে গবেষণা এবং বিশ্লেষণ করা এবং সঠিক ডেটা বের করে আনার কাজকে বলা হয় Data Science.
আরো সহজ করে বলতে গেলে ডেটা সায়েন্স এমন একটি শাখা যেখানে মানুষ বিভিন্ন ধরণের লোক ডেটা নিয়ে কাজ করে সেই ডেটাকে অর্থবহ করে ব্যবহারোপযোগী করে তোলে যা থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। অর্থাৎ কোন প্রতিষ্ঠানের কাছে যে ডেটা আছে সেই ডেটা প্রতিষ্ঠানটির কী কাজে লাগবে সেভাবে ডেটাকে কাজে লাগানোর বিজ্ঞানকেই ডেটা সায়েন্স বলা যাবে।
এই যে আপনি এখন w3programmers.com ওয়েব সাইটে ডেটা সায়েন্স বিষয় নিয়ে পড়ছেন, এইটাও একটা ডাটা । এখানে মাত্র অল্প কিছু ডেটা আছে। তারপরও এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় , এই সাইটে কি কি ধরণের ডেটা আছে? ডেটার category গুলো কি এবং সাইটের key words গুলো কি এবং মোট কতগুলো key words রয়েছে? এই সাইটটি কারা ভিজিট করে ? কোথা থেকে ভিজিট করে ? এর মধ্যে ছেলে মেয়ের রেশিও কত? তাদের অ্যাভারেজ বয়স কত? তারা অ্যাভারেজ কত সময় সাইটে ব্যয় করে? সাইটটির ব্যবহার কারীরা কোন ধরণের কনটেন্ট গুলো সবচেয়ে বেশি পড়ে? সাইটটিতে এই রকম হাজারো ধরণের ডেটা নিয়ে চাইলে আপনি গবেষণা করতে পারেন। এবং আপনার গবেষণা লব্ধ ডেটার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেয়া এবং কাজে লাগানোর কাজটিকে বলা হয় ডেটা সায়েন্স .
আর যারা এই ডেটা নিয়ে এনালাইসিস এবং গবেষণার কাজ করে , তাদেরকে বলে Data Scientist. এছাড়াও একজন Data Scientist এর কাজ হচ্ছে ডেটার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেয়া এবং ডেটাকে কর্মক্ষম পরিনত করা।