Vue.js হচ্ছে আধুনিক এবং প্রগতিশীল ইউজার ইন্টারফেস ডেভেলপমেন্ট করার জন্য একটা Open Source JavaScript Framework. যা খুবই ছোট এবং লাইটওয়েট। এটি ব্যবহার করা খুবই সিম্পল এবং deploy করাও সহজ।

Vue.js হচ্ছে আধুনিক এবং প্রগতিশীল ইউজার ইন্টারফেস ডেভেলপমেন্ট করার জন্য একটা Open Source JavaScript Framework. যা খুবই ছোট এবং লাইটওয়েট। অন্যান্য জনপ্রিয় জাভাস্ক্রিপ্ট ফ্রন্টএন্ড ফ্রেমওয়ার্ক যেমন AngularJS এবং React এর তুলনায় এটি খুবই ফাস্ট। এটি ব্যবহার করা খুবই সিম্পল এবং deploy করাও সহজ।

একটা আধুনিক এবং প্রগতিশীল ইউজার ইন্টারফেস ডেভেলপ করার জন্য যা দরকার তার সবই Vue দ্বারা করা সম্ভব। ক্রমবর্ধমান ভবিষ্যতে সবধরণের চাহিদা যেন পূরণ হয় তা সামনে রেখে এটিকে ডিজাইন করা হয়েছে । এটি যেমন একটা ওয়েব ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে , একই সাথে এটি SPA (single page applications) ডেভেলপমেন্ট এর জন্যও বহুল ব্যবহৃত। data binding এবং event binding setup সহ এটি প্রচুর সংখ্যক feature দ্বারা সমৃদ্ধ।

Evan You নামের এক গুগলের কর্মী বেশ কয়েকটি প্রকল্পে AngularJS ব্যবহার করে গুগলের হয়ে কাজ করার পর ২০১৩ সালে প্রথম Vue.js তৈরি করেছিলেন এবং ২০১৪ সালে এটি প্রথম রিলিজ করেন।