PHP Variable & Constant
PHP Variable হচ্ছে কম্পিউটারের মেমোরিতে অস্থায়ী তথ্য সংরক্ষণের পাত্র বা পাত্রের নাম , যা আমরা কম্পিউটারের মেমোরিতে যেকোনো অস্থায়ী তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করে থাকি। কোন একটা variable এ একবার তথ্য রেখে সেটা পুরো কোডজুরে বারবার ব্যাবহার করতে পারেন, মুল তথ্য(value) টি বারবার রাখার পরিবর্তে। PHP তে variable ঘোষণা করতে হলে ডলার ($) চিহ্ন এর পর যেকোনো ইংরেজি বর্ণ (লেটার ) (a-z, A-Z) অথবা আন্ডারস্কোর ( __ )দিয়ে শুরু করতে হয়। PHP তে variable এর নাম case sensitive.যেমন পিএইচপি এর দৃষ্টিতে, $a এবং $A দুটি আলাদা ভেরিয়েবল। Variable নামে কোনো ফাঁকা (স্পেস) থাকা যাবেনা। যদি নাম একের অধিক হয় তাহলে “___”underscore ($first_name) অথবা বড় হাতের অক্ষরে($firstName) লিখতে হবে। একটা variable এর মান স্ক্রিপ্টে যেকোন সময় পরিবর্তন হতে পারে।
PHP constant হচ্ছে Variable এর মতই কোনো একটা সাধারণ স্থায়ী Value বা মানের জন্য Identifier বা নাম, Constant এর সাথে Variable এর মূল পার্থক্য হচ্ছে Constant কে একবার Define করলে আর পরিবর্তন করা যায় না অথবা দ্বিতীয়বার আর declare বা ঘোষণা করা যাবেনা। যেখানে Variable এর মান কে সমস্ত কোড জুড়ে যেকোনো জায়গায় পরিবর্তন করা যায়।