PHP Arrays
PHP তে array হচ্ছে ভিন্ন ভিন্ন Type এর data বা তথ্যের সমষ্টি, তথ্যের তালিকা অথবা মানচিত্র, আরেকটু সহজ ভাবে বলা যায়, array হচ্ছে একটা compound variable যা একই সময়ে একাধিক type এর value ধারণ করতে পারে, যেখানে একটি index এর বিপরীতে আমরা একটি value সংরক্ষণ করি । Index এর বিপরীতে value define করার জন্য আমরা => সিম্বল ব্যবহার করি। সাধারণত PHP array তে => চিহ্নের বামের অংশটুকুকে array key, array index অথবা array property বলে , এবং ডানের অংশটুকুকে array value বলে।